দুবাইয়ে সুপারমার্কেট ডাকাতি করতে গিয়ে, ২শ্রীঘরে,৩পলাতক

সুজন গোলদার অনিক, দুবাই থেকে: দুবাই পুলিশের ভাষ্যমতে কাল রাত আনুমানিক ৩ঘটিকায় হরল্যান্স এর ইউনিয়ন কো-অপারেটিভ সুপারমার্কেটে নিজেস্ব ৫কর্মী অপরা-পর মিলিত হয়ে অপরাধ সংঘটিত করতে গিয়ে গনধোলাই এর কবলে পরে ৩জন পালিয়ে গেলেও অপর ২জন বর্তমানে পুলিশ হেফাজতে আটক আছে। 

এদিকে মার্কেট কর্মকর্তা নিতিন মানডলা বলেন, প্রতিদিনের মত কাল রাত ১ঘটিকায় হিসাব সমপন্ন করে মার্কেট বন্ধ করে যার যার বাসায় চলে যাই। রাত ৩টার দিকে আমার মোবাইলে সিকিউরিটি র্গাড হাসান জাভেদ এ তথ্য দেন। আমি তাত্ক্ষণিক পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। ততক্ষণে সিকিউরিটি র্গাড ও উৎসুক জনতা তাদের বেঁধে রাখে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এলে ভিতরে প্রবেশ করে দেখি একাউন্টস এর ক্যাশ থেকে নগদ বিভিন্ন দেশের মুদ্রা,মোবাইল কার্ড ও মোবাইল সহ

প্রায় ৩৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মামলা দায়ের করে আটককারী ২জনকে পুলিশে সর্পোদ করা হয়। বাকী ৩জনের গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।

 

অপরদিকে মার্কেট কতৃপক্ষ জানায়, গ্রেপ্তারকারীদের মধ্য ২জন ভারতীয়,১জন নেপালি,১জন বাংলাদেশী ও ১জন আফ্রিকান নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *