নিউজ ডেস্ক: প্রতারণার অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য বাহাদুল ইসলাম।
২০ মার্চ ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক আসাদুজ্জামান দেওয়ান।
জানা গেছে, তাজ এন্টারপ্রাইজের সঙ্গে বালু ভরাট নিয়ে প্রতারণার আশ্রয়ে ড. মুহম্মদ ইউনূসসহ ওই চারজন ৬ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪ টাকা আত্মসাত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তাজ এন্টারপ্রাইজ ৬ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪ টাকা পেতো। তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বারবার আসামিদের কাছে পাওনা টাকা চাইলেও তারা টাকা দিতে গড়িমসি করতে থাকেন। নিরূপায় হয়ে তিনি এই মামলা দায়ের করেন।