খালেদা জিয়ার গাড়ি বহরে ছাত্রদল-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

 

ডেস্ক রিপোর্ট

০৮ ফেব্রুয়ারি ২০১৮।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরকে প্রহরা দেয়া নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার দিকে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিতে যায় পুলিশ। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে বেলা পৌনে ১২টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে কড়া পুলিশি প্রহরায় পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালতের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে কয়েকজন নিকটাত্মীয় রয়েছেন। তার গাড়িবহরের নিরাপত্তায় রয়েছেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স-সিএসএফের সদস্যরাও।

বাসা থেকে বেরিয়ে গুলশান-১, গুলশান-২ থেকে বের হওয়ার পর খালেদা জিয়ার গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে যোগ দেন বেশ কিছু ছাত্রদল নেতাকর্মী।

গাড়িবহর নাবিস্কো মোড় পেরিয়ে সাতরাস্তার দিকে পৌঁছলে ছাত্রদল নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দেয়ার চেষ্টা করে।

তবে ছাত্রদল নেতাকর্মীরা পিছু না হটে খালেদা জিয়ার গাড়ির সামনে অবস্থান ধরে রাখে। বহর যত সামনে যাচ্ছে এতে ছাত্রদলের নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *