ঢাকা:
জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নারী জয়ী হয়েছেন ফরিদা ইয়াসমীন।
বর্তমান সভাপতি শফিকুর রহমান এর আগেও সাধারণ সম্পাদকসহ জাতীয় প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সাধারণ সম্পাদক প্রার্থী ইত্তেফাকের ফরিদা ইয়াসমীনও এর আগে যুগ্ম সাধারণ সম্পাদক ও তিনবার সদস্য পদে নির্বাচিত হন।
শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে দু’বছর (২০১৭-২০১৮) মেয়াদে ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচন।
এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেনন, কিন্তু বিএনপি-জামায়াত সমর্থিত সাংবাদিকরা দু’টি প্যানেল দিয়েছেন। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ছিল।