সোনাগাজীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নিজাম উদ্দিনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ । জানাযায়,সোমবার দিবাগত রাত ১২ টার সময় নিজ বসত ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে নিজামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় স্বদলীয়রা। তাকে রক্ষা করতে এলে তার ছোট ভাই জামালকেও কুপিয়ে জখম করে তারা। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করে।রাতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে প্রেরন করা হয়। তারা আমিরাবাদ ইউনিয়নের আমির উদ্দিন মুন্সির গ্রামের ডাক্তার আইয়ুব আলী বাড়ীর প্রবাসী আবুল কাশেমের পুত্র।
আহত জামাল জানায় সন্ধ্যায় বাকবিতন্ডার জেরে রাতে পরিকল্পিত ভাবে স্থানীয় ইউপি সদস্য আরু প্রকাশ আরু ডাকাত, শামীম ও আরুর ভাই তালিকা ভুক্ত সন্ত্রাসী বাচ্চুর নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা নিজাম ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় । ভাইকে বাচাতে গেলে আমাকেও কুপিয়ে হত্যার চেষ্টা করে।এবং আমাদের কে হাসপাতালে আসতে বাধা দেয়। পরে পুলিশ আমাদের কে হাসপাতালে নিয়ে যায়।সুস্থ্য হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব।
সোনাগাজী হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুল আমিন জানান ,নিজামের মাথায়, হাতে, বুকে ও পিঠে ৭ টি স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত, এবং জামালের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে ।
প্রতিবাদে সোনাগাজী পৌরশহরে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে পৌর ও উপজেলা ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলে ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইব্রাহিম ভুঞা রাসেল, জেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন জিবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ হোসেন ,আবদুল্যাহ রিংকু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সোনাগাজী সরকারী কলেজ ছাত্র লীগের নেয়ামত উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা অবিলম্বে হামলা কারীদের গ্রেফতার এর দাবী জানান।
Related News

ফেনীর স্টার লাইন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি | বাংলারদর্পণ
ফেনী : ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়ার কাশিমপুর স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগতRead More

অবশেষে কারাগারে সোনাগাজীর যুবলীগ নেতা ফরহাদ ও ইফতেখার | বাংলার দর্পণ
ফেনী প্রতিনিধি : সাংবাদিকের উপর হামলা , সাংসদের বাড়ী , গাড়ী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলাRead More